সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্রীড়া সংগঠন, ক্রীড়ানুরাগীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
২১ জুন বিকালে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্টিত আর্ন্তজাতিক ইয়োগা দিবসের আলোচনা সভার আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জসিম উদ্দিনকে সংবর্ধিত করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন,সহ সভাপতি আবছার উদ্দিন,সহ সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল,কোষাধ্যক্ষ রাশেদ হোসাইন নান্নু,সদস্য প্রভাষক জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,কারাতে এসোসিয়শেনর সাধারণ সম্পাদক সাবেক কমিশনার উদয় শংকর পাল মিঠু,কারাতে কোচ জয় দেব অনুষ্টান সঞ্চালন করেন জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম। এতে প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন,কক্সবাজার এখন ঘরোয়া ক্রীড়াঙ্গনের মধ্যে দেশে শীর্ষ স্থানে রয়েছে। বিভিন্ন ইনডোর গেমসে কক্সবাজার জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে সফলতা বয়ে নিয়ে আসছে। তারিধারাবাহিকতায় সাইক্লিং ফেডারেশনের সহযোহিতায় কক্সবাজারে সাইক্লিংকে জনপ্রিয় এবং এখন থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি বলেন,আমি প্রায় ৪০ বছর ক্রীড়াঙ্গনের সাথে আছি,সব সময় চেস্টা করেছি কক্সবাজারের মানুষের জন্য কিছু করার সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সাথে ইয়োগাকে কক্সবাজারে প্রাতিষ্টানিক রূপ দিতেই কাজ করবেন বলে জানান তিনি। এর আগে জসিম উদ্দিনকে কক্সবাজার উশু এসোসিয়েশন,চাইনিজ উশু স্কুল কক্সবাজার,কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশন,সাইক্লিং একাডেমী কক্সবাজার, জয় কারাতে একাডেমী,এ্যথলেটিক কোচ শফিউল আলম বাহারী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।