মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. এস.এম নওশেদ রিয়াদ করোনা আক্রান্ত হয়েছেন। রোববার ২০ জুন করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনার ডা. এস.এম নওশেদ রিয়াদ এর স্যাম্পলের র‍্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিগত ১৫ মাস ধরে করোনা ও অন্যান্য রোগীদের নিরন্তর চিকিৎসা সেবা দেওয়া ডা. এস.এম নওশেদ রিয়াদ গত ৩ দিন ধরে জ্বর, সর্দি সহ বিভিন্ন করোনা উপসর্গে আক্রান্ত হন। রোববার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে। মানবিক চিকিৎসক, কুতুবদিয়ার বড়ঘোপের কাজী নুরুল আকতার ও মেহেরুন্নেছার সন্তান এবং উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান চৌধুরীর জামাতা ডা. এস.এম নওশেদ রিয়াদ এর টেস্ট রিপোর্ট পজেটিভ শনাক্ত হওয়ার পর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

বিসিএস (স্বাস্থ্য) ৩৩ তম ব্যাচের গর্বিত সদস্য ডা. এস.এম নওশেদ রিয়াদ এর সুস্থতার জন্য তাঁর সহধর্মিণী, কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাসমিহা নওশেদ চৌধুরী মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।