সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ:
মা ও শিশুর সুরক্ষাসহ স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করার বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুনের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।
তিনি বলেন, আপনারা কখনো ঘরে গর্ববতী মা’দের প্রসব করাবেননা। প্রসব ব্যাথা উঠার আগেই হাসপাতালে নিয়ে আসবেন। আর হাসপাতালের যেকোন সমস্যা আমাকে জানাবেন পার্শ্বে আছি থাকব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পায়াকট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়ালের সহযোগিতায় এ কর্মশালায় বিভিন্ন স্তরের ৩০ জন লোক অংশ গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, কাউন্সিলর আবু হারেছ। স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ প্রণয় রুদ্র।