সংবাদ বিজ্ঞপ্তিঃ
চকরিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমাধানে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।

তিনি বলেন, রবিবার (১৩ জুন) দলীয় সভানেত্রীর ঢাকার ৩ নম্বর ধানমন্ডিস্থ কার্যালয়ে দীর্ঘ প্রায় ৩ ঘন্টার বৈঠক হয়।

ওই বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের মধ্যে চলমান বিরোধের সমঝোতা হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি বিরূপপূর্ণ মন্তব্য করায় বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে দুঃখ প্রকাশ করেন এমপি জাফর আলম।

অপরদিকে, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি এবং পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জাহেদুল ইসলাম লিটুকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

মেয়র আলমগীর চৌধুরী বলেন, নিঃসন্দেহে এটি আওয়ামী লীগের পরিবারের জন্য একটি সুসংবাদ। নৌকার বিজয়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।