সিবিএন ডেস্ক:
নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। গণভবনে আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁকে র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

নতুন বিমানবাহিনী প্রধানকে ব্যাজ পরিয়ে দেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিকসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য জানান। ইমরুল কায়েস জানান, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর সাফল্য কামনা করেন। বিমানবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান গতকাল শনিবার বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিন বছরের জন্য শেখ আব্দুল হান্নানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন।