রোববার ঢাকায় আমাদের ডাকা হয়েছে : সেক্রেটারী মুজিব
ঢাকার আপোষে রাজী না : এমপি জাফর

 

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্যের গত কয়েকদিনের বিতর্কিত কর্মকান্ডের ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগকে অভিযোগ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়গুলো জানেন। সাধারণ সম্পাদক ও প্রিয়নেতা ওবায়দুল কাদেরও এ বিষয় গুলো জানেন। আগামী রোববার ১৩ জুন বিকেল ৩ টায় ঢাকায় সাংগঠনিক অফিসে কক্সবাজার জেলা আওয়ামী লীগকে ডাকা হয়েছে।

শুক্রবার ১১ জুন কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান একথা বলেন।

অপরদিকে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম বলেছেন, তাঁর সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শাওন এবং উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের কথা হয়েছে। আগামী রোববার ১৩ জুন ঢাকায় আমদের নিয়ে কথা বার্তা বলে তাঁরা একটা আপোষ রফা করতে চান। তিনি বলেন, ব্যক্তিগতভাবে এই আপোষ ফর্মুলাতে আমি রাজিনা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার ১১ জুন বিকেলে চকরিয়ায় অনুষ্ঠিত চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যৌথ সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জাফর আলম একথা বলেন।