সিবিএন ডেস্কঃ
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা শেষ ছেলে শুভ্রংশুরকে সঙ্গে নিয়ে তাঁর আগের দল তৃণমূলে ফিরে এসেছেন।

আজ শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায় আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এসময় তাঁকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এনডিটিভির।

তৃণমূলের যোগদানের প্রতিক্রিয়ায় মুকুল রায় বলেন, ‘বিজেপিতে থাকতে না পেরেই ফিরে এসেছি। বিজেপি করব না বলেই পুরনো দলে ফিরেছি।’

মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর মমতা বলেন, ‘যা বিজেপি করে আমরা তা করি না। বিজেপি নিজের দলকে ভেঙে ফেলছে। আমরা কোনও দল ভাঙছি না। আমাদের দলের নীতি স্বচ্ছ। মুকুল তাঁর স্বেচ্ছায় তৃণমূলে ফিরে এসেছে। বিজেপি সাধারণ মানুষদের দল নয়।’
মুকুলের প্রত্যাবর্তনে মমতা বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল।’
আগামী দিনে আরও অনেকেই দলে ফিরে আসবেন বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। তবে মমতা স্পষ্ট জানান, যাঁরা নোংরামির সীমা ছাড়িয়েছে, তাঁদের আর নেওয়া হবে না দলে।