বলরাম দাশ অনুপম :
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৭৫ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের  অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। পরে তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএইচ ডাঃ মোঃ শামসুল আলম, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আজিজুল আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমানসহ UNFPA, Save the children এর প্রতিনিধিবৃন্দ। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে ওনাকে স্বাগত জানান রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা রামু হাসপাতাল ও ৭৫ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।