জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের সামনে একটি ইলেকট্রনিক দোকান আগুনে পুড়ে গেছে। দোকান থাকা সমস্ত মালামাল ও নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমান অানুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানা গেছ।
মঙ্গলবার (৮ জুন) রাত ১০ টা ৪৫ মিনিটের সময় আগুনের সুত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক রুপন নাথ জানান, সে প্রতিদিনের ন্যায় রাত ১০টা ২০ মিনিটে দোকান বন্ধ করে মাত্র বাড়িতে ঢুকে। পার্শ্ববর্তী দোকান দার জয়নাল তাকে ফোন করে জানায়, দোকানে আগুন দেখছে।
দোকান পুড়ে গেলেও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা।
মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে ছুটে যান নাইক্ষংছড়ি থানার ওসি তদন্ত শরীফ ইবনে আলম, এসআই নুরুল ইসলাম সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, কুটুমবাড়ি রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, ব্যবসায়ী নুরুল ইসলামসহ স্থানীয়রা।
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশানের এবং স্থানীয়দের প্রচেষ্টায় বাকি দোকানগুলো রক্ষা হলেও রুপন নাথ নিঃস্ব।