সিবিএন ডেস্ক:
ভ্যালেন্স শহরে এক সমর্থকের প্রতি হাত বাড়িয়ে দেন ম্যাক্রোঁ। কিন্তু ওই সমর্থক হাত না মিলিয়ে ম্যাক্রোঁর গালে থাপ্পড় বসিয়ে দেন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রাকাশ্যে থাপ্পড়ে দেওয়ায় অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে সফরে গিয়েছিলেন ম্যাক্রোঁ। সেখানেই এক ব্যক্তি ম্যাক্রোঁর গালে থাপ্পড় বসিয়ে দেন।
স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিওর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভ্যালেন্স সফরে যাওয়া প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর গালে থাপ্পর দিয়েছেন এক ব্যক্তি। ওই ঘটনার একটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ভ্যালেন্স শহরে এক সমর্থকের প্রতি হাত এগিয়ে দেন ম্যাক্রোঁ। কিন্তু ওই সমর্থক হাত না মিলিয়ে তার গালে থাপ্পড় বসিয়ে দেন। পরে তার সফরসঙ্গী কর্মকর্তারা ম্যাক্রোঁকে সরিয়ে নিয়ে যান।
এ সময় উপস্থিত ব্যক্তিরা “ডাউন উইথ মাক্রোনিয়া” বা “ম্যাক্রোঁবাদ নিপাত যাক” বলে চিৎকার করতে থাকেন।
পরে ম্যাক্রোঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করেছে।
#Macron se fait gifler en direct de #Tain pic.twitter.com/tsXdByo22U
— ⚜️ (@AlexpLille) June 8, 2021