সিবিএন ডেস্ক
দেশের আমলাতন্ত্র নিয়ে সমালোচনা ও পর্যালোচনার জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়, ভালো। কোনো দেশেই আমলাতন্ত্রের কোনো বিকল্পও এখনো বের হয়নি। কেউ বের করতেও পারে নাই। সোভিয়েতরা চেষ্টা করে বের করতে পারে নাই। চীনারাও বের করতে পারে নাই। এমনকি ফেরাউনও পারে নাই। সেই আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে।’

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন। সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে একনেকে অনুমোদিত বিভিন্ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পরিকল্পনামন্ত্রী।
একনেকে অনুমোদন পাওয়া ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের সংশোধনীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘আমি নিজেও এক সময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনও বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে আজকে।’
মন্ত্রী বলেন, যেই আমলাতন্ত্রের সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও খলিফারাও বের করতে পারেনি সেই মহান আমলাতন্ত্রের জন্য সাভারে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এটির নাম বিপিএটিসি। এটাকে আধুনিকায়ন, সংস্কার ও সম্প্রসারণ করা হবে।