ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:
বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে টেকনাফ কোস্টগার্ড। মাছগুলো স্থানীয় এতিম খানা এবং গরীব জনসাধারণের মধ্যে বন্টন করা হয়।

৬জুন বেলা ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন এবং বাহারছড়া আউট পোষ্টের জওয়ানেরা টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া, দরগাহছড়া এবং বাহারছড়া ঘাটে বিশেষ অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল নিয়ে সামুদ্রিক মাছ ধরার সময় ৫ লক্ষ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেন। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় গরীব জনসাধারণ এবং এতিম খানায় বিতরণ করা হয়েছে।