সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর নেতৃত্বে পুন:নির্মানাধীন প্রধান সড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ সংস্কার করছে কক্সবাজার পৌরসভা। শনিবার রাতে পৌরসভার সামনের অংশসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় এসব ভরাট কাজ চালানো হয়।
মেয়র মুজিবুর রহমানের সার্বিক নির্দেশনায় সংস্কার কাজগুলো শুরু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম জানান, শুরু হওয়া এসব কাজ শুধুমাত্র প্রধান সড়কের গুরুত্বপূর্ণ এসব স্থানে সীমাবদ্ধ না রেখে পুরো পৌর এলাকার অন্যান্য উপ-সড়কগুলোতেও বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া গর্ত ভরাটের নির্দেশ দিয়েছেন মেয়র মুজিবুর রহমান।
পাশাপাশি চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িক জনদুর্ভোগের বিষয়েও দুঃখ প্রকাশ করেছেন নগর পিতা।