এম.জুবাইদ, পেকুয়া:
সারাদেশের ন্যায় এক যোগে দিনব্যাপী উদযাপন হল কক্সবাজারের পেকুয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী।
৫ জুন সকাল ১০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পরে পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার, এডভোকেট কামাল হোসেন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাও. বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সেক্রেটারী ইকবাল, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.দিদারুল করিমসহ প্রাণী খামার মালিকগন। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন বিভিন্ন প্রাণী পালন করে অনেকই স্বাবলম্বী হয়েছেন। প্রাণী খামার করলে যেমন লাভবান হওয়া যায় তেমনি আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়। প্রদর্শনীতে ২৩ টি এস্টলে বিভিন্ন ধরনের পশুুুুপাখি নিয়ে খামারীরা অংশ নেয়। অনুস্ঠান শেষে অতিথিরা এস্টল পরিদর্শন করেন।