সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁও থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এসএম তারেক (দৈনিক কক্সবাজার), সহ-সভাপতি মাষ্টার গিয়াস উদ্দীন (দৈনিক সমুদ্র কন্ঠ), নূরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার ৭১), সাধারন সম্পাদক মিজানুর রহমান আজাদ (দৈনিক সৈকত), সহ সাধারণ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন (দৈনিক আজকের দেশবিদেশ/সি প্লাস টিভি), অর্থ সম্পাদক এইচএন আলম (দৈনিক হিমছড়ি), তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক (দৈনিক আমাদের কক্সবাজার/নিউজ এক্সদপ্রেস বিডি), নির্বাহী সদস্য কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী), নাছির উদ্দীন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার), আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ/ সাঙ্গু) ও বিআর হাশেমী বদরু (দৈনিক আমাদের কক্সবাজার)।

শোকবার্তায় তারা বলেন, রনাঙ্গনের সম্মুখ যোদ্ধা গোলাম রব্বান ছিলেন বিএলএফ মুজিব বাহিনীর কমান্ডার। এ ছাড়াও শেখ ফজলুল হক মনির ঘনিষ্ঠ জনদেরও একজন ছিলেন। তিনি কেবল একাত্তরে তিনি যুদ্ধ করেননি, বরং তিনি আজীবন যুদ্ধ করে চলা একজন বীর মুক্তিযোদ্ধা।

গোলাম রব্বান লাল সবুজের পতাকার এ দেশটির জন্য একাত্তরে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর একাত্তর পরবর্তী তাঁর যুদ্ধ ছিল হাইব্রিড বাদ দিয়ে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ না করা একজন লড়াকু মানুষ তিনি।

উল্লেখ্য, ৪ মে (শুক্রবার) সংযুক্ত আরব আমীরাতের শারজাহ শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন গোলাম রব্বান।