সিবিএনঃ
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় উজ্জ্বল দাশ (২৭) নামের যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকাসহ সর্বস্ব ছিনতাই করেছে।

গত ৩১ মে দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবক স্থানীয় সুবাস দাশের ছেলে এবং শহরের ৩ নং ওয়ার্ডের নুর পাড়ায় লন্ড্রির দোকানদার।

ঘটনায় জড়িতদের কাউকে চিহ্নিত করতে না পারলেও এলাকার সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে উজ্জ্বল দাশ।

ঘটনার সম্পর্কে জানতে চাইলে উজ্জ্বল দাশ বলেন, আমি দোকানে থাকি। প্রতিদিনের মতো বাসা থেকে রাতের খাবার খেয়ে দোকানে যাচ্ছিলাম। পথিমধ্যে ২ জন লোক আমার গতিরোধ করে বাসার ঠিকানা জিজ্ঞেস করে। জানতে চাওয়ার সাথে সাথে পেছন থেকে একজন আমার গলা বরাবর ঝাপটে ধরে। সামনে থেকে আরেকজন ছুরি ধরে বলে, ‘যা আছে সব দিয়ে দেয়।’ ধস্তাধস্তির এক পর্যায়ে আমার গলা চেপে ধরে, গালে-কপালে ছুরিকাঘাত করলে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাই। এরপর আমার পকেটে থাকা ব্যবহারের একটি এনড্রয়েট মোবাইল সেট ও ৫০০ মতো টাকা ছিনিয়ে নেয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ছিনতাইকারীসহ সবধরণের অপরাধীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ছিনতাইকারীদের তথ্য অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ভিকটিম উজ্জ্বল দাশের পিতা সুবাস দাশের পূর্বের বাড়ি শহরের হাসপাতাল সড়ক এলাকায় ছিল। সেটা বিক্রি করে স্বপরিবারে ঘোনারপাড়ায় ভাড়া বাসায় চলে যায়।