সিবিএন ডেস্ক:
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে বিদ্যমান ২২ খাতের পাশাপাশি আরও ছয়টি নতুন খাতকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদে চলমান ত্রয়োদশ অধিবেশনে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

করমুক্ত নতুন ছয়টি খাত হলো— ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস ও আইটি ফ্রিল্যান্সিং।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আজ আগামী অর্থবছরের জন্যে ৬ লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ ও জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।