সাকিবুর রহমান :
কক্সবাজার শহরের রহমানিয়া মাদ্রাসা এলাকায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট পারভীন সুলতানার উপর হামলা চালিয়ে লুটপাট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ সময় তার দু’টি দামি মোবাইল ফোন নগদ চল্লিশ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র নিয়ে যায়।

বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে অফিসে যাওয়ার সময় রহমানিয়া মাদ্রাসা সড়কে সিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

হামলার শিকার এড.পারভিন সুলতানা ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে পাহাড়তলী বৌ-বাজার এলাকা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন সিকদার বাড়ি সামনে পৌঁছালে হঠাৎ অজ্ঞাত একদল সন্ত্রাসী গতিরোধ করে। মুখ চেপে ধরে ছুরি দিয়ে মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। দু’টি দামি মোবাইল ও ফোন নগদ ৪০ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এড.পারভীন সুলতানার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সকল সদস্য।
এঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানায়।

একজন আইনজীবীর এমনভাবে প্রাণনাশের চেষ্টায় হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলায় জড়িতদের  দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে আমারা অবগত নই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।