মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ভাসানচরে থাকা রোহিঙ্গাদের UNHCR সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার মানবিক সহায়তার আওতায় আনতে আহবান জানিয়েছে সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত UNHCR এর সহকারী হাই কমিশনার (Protection) Ms. Gillian Triggs (গিলিয়ান ট্রিগস) এবং সহকারী হাই কমিশনার (Operation) Mr. Raouf Mazou (রউফ মাজাও) এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহবান জানান। মঙ্গলবার ১ জুন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেওয়া আরআরআরসি অফিসের মুখপাত্র ও অতিরিক্ত আরআরআরসি (জ্যষ্ঠ উপসচিব) মোহাম্মদ সামছু দ্দৌজা এ তথ্য জানিয়েছেন।

আরআরআরসি শাহ রেজওয়ান হায়াতের আহবানের প্রেক্ষিতে UNHCR এর সহকারী হাই কমিশনার (Protection) গিলিয়ান ট্রিগস এবং সহকারী হাই কমিশনার (Operation) রউফ মাজাও সহ ১৪ সদস্যের প্রতিনিধি দল বিষয়টি সরকারের নীতিনির্ধারণী মহলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন বলে জানান। মতবিনিময় সভায় UNHCR এর কক্সবাজারের অফিস প্রধান Ms. Ita Schuette, ক্যাম্প ইনচার্জগণ অংশ নেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায় সরকার। সে লক্ষ্যে সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের অংশ হিসেবেই গত ৩১ মে UNHCR এর এ দুই সহকারী হাই কমিশনার, প্রতিনিধিদল সহ ভাসানচর পরিদর্শন করেছেন।

UNHCR এর সহকারী হাই কমিশনার গিলিয়ান ট্রিগস এবং সহকারী হাই কমিশনার (Operation) রউফ মাজাও এর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার ১ জুন সকালে উখিয়ার কুতুপালং ৯ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।

পরিদর্শনকালে UNHCR এর উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদল ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা শরনার্থীদের সার্বিক ব্যবস্থাপনার বিষয় দেখে বেশ সন্তোষ প্রকাশ করেন। ৩১ মে এ প্রতিনিধিদলটি কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর সাথে বৈঠক করেন।

একটি সুত্র জানিয়েছে, এই প্রথম UNHCR এর ২জন সহকারী কমিশনার একত্রে বাংলাদেশ সফরে এসেছেন। সেজন্য তাঁদের এ সফর বাংলাদেশের কাছে খুবই গুরুত্ব বহন করছে।

এরআগে গত ৩১ মে সকাল সাড়ে ৯ টার দিকে জাতিসংঘের সহকারী কমিশনারদ্বয় ১৪ সদস্যের প্রতিনিধিদল সহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছান। সেখান থেকে ২ দিনের সফরে UNHCR এর সহকারী হাই কমিশনারদ্বয় সহ প্রতিনিধিদলের সদস্যরা সোমবার বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে কক্সবাজার আসেন।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার (Protection) Ms. Gillian Triggs এবং সহকারী হাই কমিশনার (Operation) Mr. Raouf Mazou সহ ১৪ সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার ১ জুন বিকেল ৫ টায় ২ দিনের সফর শেষে হেলিকপ্টার যোগে কক্সবাজার ত্যাগ করেন।

UNHCR এর সহকারী হাই কমিশনার (Protection) Ms. Gillian Triggs এবং সহকারী হাই কমিশনার (Operation) Mr. Raouf Mazou সহ ১৪ সদস্যের প্রতিনিধিদল এর এ সফর খুবই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মন্তব্য করে রোহিঙ্গা শরনার্থী নিয়ে গবেষণা করছেন এমন একজন গবেষক বলেছেন, তাঁদের কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, ভাসানচর পরিদর্শন, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক, মতবিনিময় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক হবে।