নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ে ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন রাজাখালী ইউনিয়ন বনাম উজানটিয়া ইউনিয়ন টিম। খেলায় উপজেলা চ্যাম্পিয়ন হয় উজানটিয়া ইউনিয়ন টিম।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সারাদেশের ন্যায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৯) অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া উজানটিয়া ইউনিয়ন টিম এবার জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় পেকুয়া উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা কর্তৃক সোমবার (৩১ মে) বিকেলে আয়োজিত পেকুয়া কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো মোতাচ্ছেম বিল্যাহ।
ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার প্রমূখ।