এম.জুবাইদ, পেকুয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় যুব ও ক্রীড়া মন্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্ধ্ব ১৭ এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বিকাল ৩ টায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে স্বাস্থ্য বিধি মেনে অনুুুষ্ঠিত হয়। সেমি ফাইনালে প্রথম খেলায় পেকুয়া সদর ইউনিয়ন খেলোয়াড় একাদশ বনাম শীলখালী ইউনিয়ন খেলোয়াড় একাদশের মধ্যে মুখোমুখি হয়। খেলার প্রথমর্ধ্বে সুন্দর পুর্ন খেলা উপহার দেয় উভয় দল। ২য়র্ধ্বের খেলায়ও তাদের সেই কাক্ষিত ফলাফল করতে পারেনি। ফলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে শীলখালী ইউনিয়নের খেলােয়াড়রা ২-০ গোলে পেকুয়া ইউনিয়ন খেলোয়াড় কে হারিয়ে ফাইনালে স্থান করে নেয় শীলখালী ইউনিয়নের খেলোয়াড়রা।

২য় খেলায় রাজাখালী ইউনিয়ন খেলোয়াড় একাদশ বনাম উজানটিয়া ইউনিয়ন খেলোয়াড় একাদশের মধ্যে মুখোমুখি হয়। খেলার প্রথমর্ধ্বে সুন্দর পুর্ন খেলা উপহার দেয় উভয় দল। ২য়র্ধ্বের খেলায় রাজাখালী ইউনিয়ন খেলোয়াড়রা তাদের সেই কাক্ষিত একটি গোল উজানটিয়া ইউনিয়ন খেলোয়াড়দের দিয়ে ফাইনালে স্থান করে নেয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ, সহকারী কমিশনার মীকি মারমা, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, সদস্য সচিব আবুল কাশেম, উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, শীলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন, সাংবাদিক জহিরুল ইসলাম, শফি মেম্বারসহ ইউপি সচিবগণ।