পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মারা যাওয়া একটি হাঁস নিয়ে বিতন্ডার জের ধরে রোকেয়া বেগম (৩০) ও হাজেরা বেগম (৫০) নামে দুই গৃহবধুকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯মে) দুপুর ২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের রায় বাপের পাড়া এলাকায় এঘটনা ঘটে।

আহতেরা একই এলাকার প্রবাসী শাহ আলম ও নুরুল ইসলামের স্ত্রী। তাদেরকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত হাজেরা বেগম বলেন, একই এলাকার মিয়ার পাড়ার মৃত লাল মিয়ার ছেলে হাবিবুর রহমানসহ আরো কয়েকজন আমাদের বাড়িতে এসে বলেন, তাদের একটি হাঁস আমরা মেরে ফেলেছি। আমরা বললাম এই রকম ঘটনা আমরা ঘটাইনি এবং শপথ দিলে আমরা রাজি। তারপরও তিনি আমাদের উপর ছড়াও হয়ে গালি দিতে থাকেন। এক পর্যায়ে তিনি আরো ক্ষিপ্ত হয়ে তার ছেলে ইয়াছিন, মোর্শেদ ও ইয়াছিনের স্ত্রী জিগারু বেগমসহ আরো কয়েকজন বাড়িতে এসে হামলা শুরু করে। ওই সময় আমি ও রোকেয়া বেগম বাধা দিলে পিটিয়ে আহত করে। এমনকি বাড়ির ঘেরা ভাংচুর করে ক্ষতি সাধন করে।

তিনি আরো বলেন, হামলার পর বেশ ক্ষিপ্ত হয়ে চলে যাওয়ার সময় এ ঘটনায় মামলা করলে আরো বড় ক্ষতি করবে বলে হুমকি প্রদান করেন। যার কারণে তাদের ভয়ে আমরা আতংকের মধ্যে দিনাপাত করছি।

এ ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।