কক্সবাজারের অনলাইন সংবাদ মাধ্যম ভয়েস ওয়াল্ড ডটকমে’কলাতলীতে ইয়াবা ঘিরে সক্রিয় কিশোর গ্যাং, নেপথ্যে ইন্ধান বড় ভাই, শিরোনামে প্রচারিত সংবাদটি উদ্দেশ্যমূলক ও মিথ্যা বানোয়াট। শুধু রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের লক্ষ্যে একটি চক্র এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করাচ্ছে।

এ সংবাদে চিহ্নিত মাদক ও ঘিরে সক্রিয় কিশোর গ্যাং সঙ্গে রবিউল পিতা মৃত ইমাম হোসেন সাং মধ্যম কলাতলী,আজিজ পিতা মৃত আলি আহমদ দক্ষিণ আদর্শ গ্রামন, নুরুর ইসলাম পুতু পিতা মৃত সিরাজুল ইসলাম, বাপ্পি, পিতা মৃত সিরাজুল ইসলাম, মো ওসমান পিতা রফিক, রাশেদ পিতা মো ঃ নাছির, রাসেল পিতা মোঃ হানিফ, এ সাত জনের নাম উল্লেখ্য করে তাদের মানহানি করার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য সাতজনের মধ্যে বাপ্পি ও ওসমান, কলেজ পড়ুয়া ছাত্র। তাদের ভবিষ্যত জীবন শেষ করার উদ্দেশ্যে ও পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কারণে একটি পক্ষ ক্ষিপ্ত ছিল। তারা এ সাতজন নিরিহ ছাত্রকে মিথ্যা ইয়াবা ব্যবসার ও কিশোর গ্যাং অভিযোগ দিয়ে মানহানি করার চেষ্টা করছে। এ মিথ্যা সংবাদে প্রশাসন ও এলাকাবাসিকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে মূল আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

প্রতিবাদকারী
রবিউল
আজিজ
নুরুল ইসলাম (পুতু)
বাপ্পি
ওসমান
রাশেদ
রাসেল।