নিজস্ব প্রতিবেদক:
করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি প্রণীত ‘অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা’ অনুসারে শিক্ষার্থীদের ওয়ার্কশিট বা বাড়ির কাজ বিতরণ শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত রাখতে ও ঝরে পড়া রোধে
অনলাইন ক্লাসের পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হচ্ছে হোম ওয়ার্ক শিট। এরই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা অধিদফতর, উপজেলা
শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশক্রমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হোমওয়ার্ক শিট পৌঁছে দিচ্ছেন কক্সবাজার
পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম।
তিনি স্ব-শরীরে ছাত্র-ছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে হোমওয়ার্ক শিট পৌঁছে
দিচ্ছেন। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র অংকুর দাশের অভিভাবক পিতা সাংবাদিক বলরাম দাশ অনুপম বলেন, করোনা মহামারির মাঝে শিক্ষা
প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পড়ে কিংবা পড়ালেখার প্রতি অমনযোগি না হয় সেজন্য সরকারের নেয়া এ ধরণের উদ্যোগ আসলেই প্রসংশনীয়।