ইমাম খাইর, সিবিএনঃ
করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত চারটি যাত্রীবাহী বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

সেখানে মারছা পরিবহন ১ হাজার, কক্স লাইন ৫০০, চকরিয়া স্পেশাল সার্ভিস ৫০০ এবং চকরিয়া সার্ভিস ৫০০ টাকা।

এছাড়া স্বাস্থ্যবিধি না মানার কারণে শহরের প্রবেশদ্বার লিংক রোডের ফুল কলিকে গুনতে হলো ১,০০০ টাকা অর্থদণ্ড।

সোমবার (২৪ মে) বেলা দেড়টার দিকে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও মাখন চন্দ্র সূত্রধর।

এ সময় জেলা পুলিশের একদল সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে বলেন, করোনার ভয়াবহতার মাঝেও সার্বিক বিষয় বিবেচনা করে গণপরিবহন-যাত্রীবাহী বাস চালুর অনুমতি দিয়েছে সরকার। অধিকাংশ বাস সরকারি নির্দেশনা মানছে না। সতর্কতামূলক অভিযান শুরু করা হয়েছে।

তিনি বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে চারটি বাস ও একটি খাবারের দোকানকে মোট ৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে।

স্বাস্থ্যবিধি রক্ষা ও সরকারি নির্দেশনা প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাদিয়া সুলতানা।