বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলা কম্পাউন্ডের পেছনে পশ্চিম হাজিপাড়ায় চলছে ভয়াবহভাবে পাহাড় কেটে একটি বিতর্কিত বহুতল বাড়ি নির্মাণ করা হচ্ছে।

অন্যের জায়গা দখল করে আমেনা বেগম নামের এক মহিলা পাহাড় কেটে বাড়িটি নির্মাণ করছে।
পাহাড় কাটা হচ্ছে রোহিঙ্গা শ্রমিক দিয়ে।

পরিবেশ ধ্বংসকারী ও আইন অমান্যকারী
এই মহিলার বাড়ি পেকুয়া উপজেলার টৈটং বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত বদিউল আলমের কন্যা।
২৩ মে সরেজমিন ঘুরে এসে দেখা যায়, আমেনা বেগম লকডাউনকে কাজে লাগিয়ে দিনরাত পাহাড় কাটছে। নিয়োগ দিয়েছে সন্ত্রাসী প্রকৃতির একদল রোহিঙ্গা শ্রমিক। আর এই মহিলার কাজ তদারকি করছে স্থানীয় বখাটে প্রকৃতির তিন সন্ত্রাসী। ইতোমধ্যেই পাহাড় কেটে বের করা জায়গায় পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ করেছে।

ভুক্তভোগী রিয়াজ অভিযোগ করেন, তার স্বত্ত্বীয় পাহাড়ি জমি দখল করে আমেনা বেগম বহুতল বাড়ি নির্মাণ করছে। প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। শুধু তাই নয়-প্রশাসণের কর্তা ব্যক্তি ও থানা পুলিশ তার কাছে ম্যানেজ বলে তুচ্ছতাচ্ছিল্য করছে।

এদিকে আমেনার এই বেপরোয়া কান্ডে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।