রকিয়ত উল্লাহ:

মহেশখালীতে আকষ্মিক বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জিলানী(২৭)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। আজ মাগরিবের পর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে কুতুবদিয়ায় বজ্রপাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র থেকে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, ব্রাক্ষণবাড়িয়ার বাসিন্দা জিলানী পস্কোর সিভিল ডিপার্টমেন্টে সাধারণ ওয়ার্কার হিসেবে ট্যাকনেশিয়ানের কাজ করতেন। অন্যান্য দিনের মতো আজও ৪-৫ জন শ্রমিক ওভার টাইম এর কাজ করছিলেন। তারা প্রকল্পের জেটি এলাকায় কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের কিছু সময় পরপরই আকষ্মিক বজ্রপাত আঘাতে জিলানী মাটিতে লুটে পড়ে। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রকল্প এলাকায় স্থাপিত হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

এদিকে কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়নে বজ্রপাতে আব্দুর রহমান(৬৫) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। তার বাড়ি লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়া।