মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টার পর কলেজ ছাত্র মো. ফারহানের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাঙ্গু নদীর বাইদ্যাখালি পয়েন্ট থেকে তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

জানা যায়, (২০ মে) বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে সাঁতার কাটতে গিয়ে ফারহান বাইদ্যাখালি পয়েন্টে নদীতে নিখোঁজ হন। এরপর ওইদিন বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল টানা আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান সমাপ্ত করেন।

ফারহান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট ফরিদা পাড়ার জামাল খানের ছেলে এবং হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনির ছাত্র। তিনি গত বুধবার রাতে খাগরিয়ার মৈশামুড়ায় বন্ধু মো. তুহিনের বাড়িতে বেড়াতে যান। বৃহষ্পতিবার ফারহানসহ ৪ বন্ধু মিলে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে যান। সে সময় ফারহান পানিতে নিখোঁজ হন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার ডুবুরি দল অনেক চেষ্টা করেও নিখোঁজ ফারহানকে উদ্ধার করতে পারেনি। আজ শুক্রবার সকালে লাশের সন্ধান পেয়ে আমাদের খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি।