মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক আদালত চালু করা ও সাতক্ষীরা আইনজীবী সমিতির ৭ বারের সভাপতি এডভোকেট শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ মে সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে আইনজীবী অধিকার সংরক্ষন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ, সহ সভাপতি এডভোকেট আমির হোসাইন, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, সাবেক পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট এহসানুল হক, এডভোকেট রিদুয়ান আলী সহ আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে আইনের শাসন ও বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করতে কঠোর ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে নিন্ম আদালত চালুর করার দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, এটা শুধু আইনজীবীদের পেশা সংশ্লিষ্ট বিষয় নয়, সুষ্ঠু ও স্বাধীন বিচার ব্যবস্থার প্রয়োজনে এবং সুশাসন নিশ্চিত করতে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা অপরিহার্য।

আইনজীবী নেতারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৭ বারের নির্বাচিত সদ্য সাবেক সভাপতি এডভোকেট শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে প্রচুর আইনজীবী অংশ নিয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।