মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে (১৯ মে) মঙ্গলবার বিকাল ৪টার সময় সাতকানিয়ার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। প্রথম আলোর সাতকানিয়া প্রতিনিধি মামুন মুহাম্মদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম বাবর, মো. জাহেদ হোসাইন, দিদারুল আলম, মনজুর আলম, মোঃ নাজিম উদ্দিন, হারুনুর রশিদ, আবদুল আউয়াল জনি, নুরুল ইসলাম সবুজ, নাছির উদ্দীন, শংকর কান্তি দাশ, আবদুল ওয়াহাব ও রতন কান্তি দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। নচেৎ সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে বাধ্য হবে।