মোঃ আকিব বিন জাকের, মহেশখালী
মহেশখালীর শাপলাপুরে পিতার নেতৃত্বে পুত্র হত্যা মামলার অন্যতম আসামি এবাদুল্লাহকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে আল মতিশিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এবাদুল্লাহ মৌলভীকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, মঙ্গলবার গভীররাতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এবাদুল্লাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে হত্যাসহ আরও পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।