মোজাম্মেল হক, গোয়ালন্দ:
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯মে) সকাল ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাবের এই কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার সাংবাদিক মুহাঃ আজু শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক গনেশ পাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো পত্রিকার সাংবাদিক মো.রাশেদ রায়হান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও ভোরের পাতা পত্রিকার সাংবাদিক মো.আবুল হোসেন, গোয়ালন্দ উপজেলার সাবেক মুক্তিযুদ্ধের কমান্ডার মো.ছামাদ মোল্লা, কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে মহিদ হিরা, রাবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি গণেশ আগর আলা, আশরাফুল আলম, সাজ্জাদ।
প্রথম আলোর জ্যেষ্ঠ রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা।
সেই সাথে তাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করার দাবি করেন সাংবাদিক সমাজ।