শামীম আকতার

(যুদ্ধাহত, উদবাস্তু ফিলিস্তিনীদের নিবেদিত)

মন্দির, গির্জা কিংবা কাবার মিনারে তোমাকে আশ্রয় দেয়ার মাটি নেই পৃথিবীর,
হিংসায় প্রমত্ত মানবপশু।
লক্ষ শিশুর আতঙ্ক অশ্রুতে
সন্তান হারা মায়ের আর্তনাদে কাঁদে ইতিহাস,কাঁদে মানবতা,সংঘ নেই রাষ্ট্র নেই,নেই সভ্যদের দীর্ঘশ্বাস।জাতি বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী নগ্ন উগ্রতায়
পুড়ে ছারখার অহিংসার পরমতসহিষ্ণু, ইউফ্রেটিস,টাইগ্রিস, দায়ালায়
আইলান ওমরান কাঁদে
কাঁদে মেঘশুভ্র অগণন শিশু।
রক্তস্নাত ফিলিস্তিনের বিস্তীর্ণ প্রান্তরে
নুসরাতের অনুযোগ”আমি আল্লাহর কাছে নালিশ দেবো তোমাদের”।
তিহামা,তুরস্ক,ইয়েমেন, সিরিয়ার বোমাদগ্ধ ধূসর সূর্যে
মগজগলা তপ্ত বায়ু,
আফগানের বাতাসে ক্ষুধিতের হাহাকার,
রাত্রিব্যাপী তরি ডোবে,নামে বিপর্যয়
হৃদবয়ানের ভাষা খোঁজে কবোষ্ণ হৃদয়।
বিন্দু হতে বিসর্গের মমত্ববোধে
মর্মে মর্মে জাগুক প্রায়শ্চিত্ত,
সকল অবিচার অনাচারের বিরুদ্ধে জাগবে মানুষ জাগাবে মনুষ্যত্ব,
আগ্নেয় প্রজাপতির সহজানন্দে।