চ্যানেল আই অনলাইন:
সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রাখার পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযোগে তার বিরুদ্ধে ‘অনুমতি’ ছাড়া রাষ্ট্রীয় নথির ছবি তোলা ও সঙ্গে রাখার অভিযোগ দেখানো হয়েছে।

প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা সচিবালয়ে আটকে রাখার পর তাকে থানায় পাঠানো হয়, আটকে রাখার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়।

এর আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম।