মোঃ ফারুক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে সাইফুল ইসলাম (১৮) নামে এক কিশোরকে অপহরণ করে মারধরের অভিযোগ ওঠেছে।

রবিবার (১৬ মে) উপজেলার রাজাখালী ইউপির চাকলাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোর একই এলাকার আবদু রহিমের ছেলে।

তাকে জিন্নার টেকের বিলের মাঝখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত কিশোরের পিতা আবদু রহিম ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, একই এলাকার মৃত কাছিম আলীর ছেলে আবদু রশিদ ও জাফর আহমদের সাথে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তাদের নির্দেশে মোঃ কাইছার, নাসির উদ্দিন ও ফারুকসহ আরো বেশ কয়েকজন তার ছেলেকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনাটি কিশোরের পরিবার জানতে পারায় স্থানীয় চেয়ারম্যান ছৈয়দনুরকে অবগত করা হলে তিঁনি তাৎক্ষনিকভাবে গ্রাম পুলিশ পাঠিয়ে জিন্নার টেক বিল থেকে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

চেয়ারম্যান ছৈয়দনুর বলেন, এই রকম একটি খবর পেয়ে গ্রাম পুলিশ গিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। যতটুকু জানি ঘটনাটি জমির বিরোধ নিয়ে ঘটেছে বলে জানতে পেরেছি।