মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুরো কক্সবাজার শহর এলইডি বাতি দিয়ে আলোকায়নের জন্য ৪৯ কোটি টাকা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে সব রাস্তা ও অলিগলি দিয়ে পর্যটকেরা যাতায়াত করে তাদের সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে এ আলোকায়ন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, এ আলোকায়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কক্সবাজার শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দিনেরাতে সমানভাবে নিরাপদে পর্যটক ও স্থানীয় জনসাধারণ চলাচল করতে পারবে।

কক্সবাজারের কৃতি সন্তান, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ আরো বলেন, কক্সবাজার শহরে এখন প্রায় ৫ লক্ষ লোকের বসবাস। তার উপর বন্ধের দিনে ৪/৫ লক্ষ পর্যটক কক্সবাজার আগমন করে থাকে। কোন কোন জায়গায় আবার অবৈধভাবে রোহিঙ্গাদের বসতিও গড়ে উঠছে। আবার ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বসতভিটা হারিয়ে কুতুবদিয়া, মহেশখালী সহ উপকূলীয় এলাকা থেকে অনেক মানুষ কক্সবাজার শহরে বসতি গড়ে তুলেছেন। ফলে কক্সবাজার শহরে জনসংখ্যার একটা বাড়তি চাপ রয়েছে। এজন্য পরিকল্পিতভাবে কক্সবাজার শহরকে সাজাতে হবে বলে জানান, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।