অনলাইন ডেস্ক: ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে চলছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তাদের ভাবনায় এবার বৈশ্বিক আসরগুলোতে দল বাড়ানো।

গত ২০১৯ বিশ্বকাপ ১০ দলে রাউন্ড রবিন পদ্ধতিতে হবার কারণে বেশ সমালোচনার মুখে পড়ে আইসিসি। আসন্ন বিশ্বকাপে সেই পরিকল্পনা থেকে সরে আসার আভাস দিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।

ক্রিকইনফো জানিয়েছে, সুনির্দিষ্ট কোনো আলোচনা না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৪ দলের আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দল নিয়ে করার আলোচনা হয়েছে আইসিসির প্রধান নির্বাহীর সভায়।

সে মোতাবেক ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে ২০ দলের। এতে করে চারটি গ্রুপে ভাগ করে দেয়া হবে ৫ দল করে। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় ১৬ দলের।

আইসিসির ওই সভায় আলোচনা হয়েছে অলিম্পিকেও ক্রিকেট অন্তর্ভুক্ত করার। আশা করছে ২০৩২ অলিম্পিকে যোগ হবে ক্রিকেট। তার আগে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রদর্শনীমূলক ভাবে দেখা যেতে পারে ক্রিকেট। তবে কয়টি দল খেলবে সেটি নিয়ে এখনও ভাবা হয়নি।