প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দাতা সংস্থা ওব্যাট হেলপার’স এর অর্থায়নে উখিয়ার রাজাপালং ইউনিয়নের স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রান্তিক উন্নয়ন সোসাইটি বাংলাদেশ।

যার অংশ হিসেবে সোমবার ও মঙ্গলবার দুইদিনে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ৯৩০ পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবার, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালংয়ে স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন।

এছাড়াও মঙ্গলবার উখিয়ার কুতুপালংস্থ ৪নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র রমজান ও করোনার দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা ওব্যাট ও প্রান্তিকের প্রতি জানান কৃতজ্ঞতা।

দুইপর্যায়ের এই বিতরণ কার্যক্রমে প্রান্তিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।