ঈদ জামাত প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

সিবিএন ডেস্ক:

কক্সবাজার জেলা ঈদ জামাত প্রস্তুতি কমিটির সভা জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ১২  মে বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক  ফাহমিদা বেগম, ইমাম সমিতির সভাপতি  সিরাজুল ইসলাম সিদ্দিকী সহ জেলা সদরের প্রধান প্রধান মসজিদের খতিব ও ইমাম সাহেবগণ উপস্থিত ছিলেন। সভাপতি  মোঃ মামুনুর রশীদ সভার শুরুতে জেলাবাসী সহ উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা প্রদান করেন। ঈদের জামাতে আসার সময় নিজ নিজ বাসা থেকে অযু করে জায়নামাজ নিয়ে মাস্ক পরিধান করে কাতারে দাড়ানোর সময় অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিতদের ঈদের জামাতে অংশগ্রহন করা থেকে বিরত থাকা ও জামাত শেষে কোলাকুলি-পরস্পর হাত মেলানো পরিহার করার পরামর্শ প্রদান করেন। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহে না করে মসজিদে জামাতের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ জেলা শহরের প্রধান প্রধান মসজিদে নিম্নোক্ত সময়সূচীতে নামাজ অনুষ্ঠিত হবে।

১। ঈদগাহ জামে মসজিদ ১ম জামাত সকাল ৮.০০টা, ২য় জামাত সকাল ৮.৩০ টা এবং ৩য় জামাত সকাল ৯.০০টা। ২। বদর মোকাম জামে মসজিদ সকাল ৯.০০টা। ৩। কেন্দ্রীয় জামে মসজিদ ১ম জামাত সকাল ৮.০০টা, ২য় জমাত ৮.৩০টা ও ৩য় জামাত ৯.০০টা। ৪। লালদিঘীর পশ্চিমপাড় মসজিদ সকাল ৮.৩০টা। ৫। ফায়ার সার্ভিস জামে মসজিদ সকাল ৮.১৫ টা। ৬। খানাকা জামে মসজিদ ১ম জামাত সকাল ৮.০০টা ও ২য় জামাত ৯.০০ টা। ৭। বড় বাজার জামে মসজিদ সকাল ৯.০০টা। ৮। বায়তুশ শরফ জামে মসজিদ ১ম জামাত সকাল ৮.৩০টা, ২য় জামাত সকাল ৯.০০টা ও ৩য় জামাত সকাল ৯.৩০ টা। ৯। নতুন বাহারছড়া মসজিদ সকাল ৮.৪৫টা। ১০। হাশেমিয়া মাদ্রাসা জামে মসজিদ সকাল ৯.০০টা।  ১১। ওয়াফদা জামে মসজিদ সকাল ৮.৩০টা। ১২ । বায়তুর সালাত জামে মসজিদ (দ: বাহারছড়া) সকাল ৮.৩০টা ,সকাল ৯.০০টা।