এম.এ আজিজ রাসেল :
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারীর মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অনেকে কর্মহীন হয়ে পড়েছে। তবুও তাঁরা পেশাদারিত্ব বজায় রেখেছে। যা সত্যিই প্রশংসনীয়। করোনা সংক্রমণ রোধে সাংবাদিকদের জেলা প্রশাসনের সাথে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
সোমবার (১০ মে) বিকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকারক্ষা, অর্থনৈতিক প্রণোদনাসহ দেশের এক—তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় এনে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম। পরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়।