সিবিএন ডেস্ক:
করোনাভাইরাস মহামারির সংক্রমণ বিবেচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)।

সাউথ এশিয়া’স লিডিং মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা নাকি তিনটি দেশ হলো: পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

দেশটির জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় এসব দেশ থেকে মধ্য প্রাচ্যের এই দেশটিতে কোনও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।

ট্রানজিট ফ্লাইটও বন্ধ থাকবে। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।