সংবাদ বিজ্ঞপ্তি :
ঈদের আগে হোটেল মোটেল গেস্ট হাউসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (০৯ মে) বিকালে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হোটেল মোটেল গেস্ট হাউস ও পর্যটন স্পর্ট বন্ধ রয়েছে। যার ফলে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে কর্মকর্তা কর্মচারীরা। ইতোমধ্যে বিভিন্ন হোটেল মোটেল গেস্ট হাউস থেকে ৫ হাজার কর্মচারী ছাঁটাই করা হয়েছে। অবিলম্বে তাদের নিয়োগ পত্র দিতে হবে। সেই সাথে ঈদের আগে পর্যটন স্পর্ট খুলে দেওয়ার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল রহমান পাঞ্জেরী, নাজমুল হাসান জুয়েল, মঈন উদ্দিন, খাইরুল আমিন, আওলাদ হোসেন কেনেডি, নাছির উদ্দীন, আরিফ রিপন রাজিব পাল, সেলিম উল্লাহ, আনোয়ার সিকদার, শহীদুল্লাহ শহীদ,মিজানুল হক,জিকু পাল, শাওকত আলী খান, আবুল কালাম আজাদ, সুজন লস্কর, লোকমান হোসাইন গিয়াস উদ্দিন, সুরজিৎ গুহ প্রমুখ।