ইমাম খাইর, সিবিএনঃ
সরকারী নির্দেশনা অমান্য করে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় হানিফ পরিবহনের দুইটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইলকোর্ট।

একইভাবে কাউন্টার খোলা রাখায় শ্যামলী পরিবহনের নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৭ মে) সকালে এ অভিযানে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।

একই দিনের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে আরো ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানসমূহ হলো- কক্সবাজার লিংক রোডের সাতকানিয়া বস্ত্র বিতান ৫০০, লক্ষী নারায়ন জুয়েলার্স ২০০, দুবাই জোন ৫০০, হেলাল ষ্টোর ৫০০ ও রহমানিয়া ডিপার্টমেন্টাল ষ্টোর ৫০০ টাকা।

শুক্রবারের অভিযানে টমটম, অটোরিকশা চালক, পথচারীদের মাঝে গণসচেতনতা তৈরির প্রচারণা চালানো হয়।