মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান (১৬৯৫৯) যোগদান করেছেন। গত ৫ মে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এর কাছে যোগদানপত্র জমা দিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় সহকারী মোহাম্মদ ফরিদুল আলম ফরিদ বিষয়টি সিবিএন-কে নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের নতুন এডিএম হিসাবে যোগদান করা মো: আবু সুফিয়ান এর আগে মাগুরা সদর উপজেলার ইউএনও হিসাবে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করেছেন। ৩০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন নবীন সদস্য হিসাবে তিনি ২০১২ সালে সরকারি চাকুরীতে যোগ দেন। তাঁর নিজ বাড়ি সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলায়। কক্সবাজার জেলা প্রশাসনে যোগদানের পর মো: আবু সুফিয়ানকে অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট (এডিএম) এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কক্সবাজারে একত্রে ৩ জন নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দেওয়া হলেও অপর ২ জন এডিসি এখনো যোগদান করেননি। কক্সবাজার জেলা প্রশাসনে এডিসি পদে নিয়োগ পাওয়া যে ২ জন কর্মকর্তা এখনো যোগদান করেননি তাঁরা হলেন-মোহাম্মদ মাসুম (১৬৭৪৩) ও মো. নাসিম আহমেদ (১৬৮৪১)। মোহাম্মদ মাসুম বর্তমানে লক্ষীপুর সদর উপজেলার ইউএনও হিসাবে কর্মরত আছেন। অপরজন মো: নাসিম আহমেদ বর্তমানে নীলফামারী জেলার সৈয়দপুরের ইউএনও হিসাবে কর্মরত আছেন।