ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার শহরের চাউল বাজার, বড় বাজার, আইবিপি মাঠ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যবিধি অমান্যের কারণে চার চাউল ব্যবসায়ীসহ ৭ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬মে) বিকালের পৃথক অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে নিউ লক্ষী ভান্ডার ১০ হাজার, নিউ সুদর্শন ভান্ডার ৮ হাজার, হাজী রওশন আলী সওদাগর ২ হাজার, আরেকটি (নাম না জানা) মুদির দোকানকে ৪ হাজার টাকা।

এ সময় মাস্ক না পরায় তিনজনকে জরিমানা করেছে অভিযানকারীরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় এবং কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ (ঙ) ও দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোবাইল কোর্টে মাধ্যমে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াছমিন ও মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।