অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এসপি হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ২০০৫ সালের পর এই প্রথম এমন পদোন্নতি পেলেন কেউ। পদোন্নতির মাধ্যমে এসপি হওয়া কর্মকর্তার নাম মো. নুরুল আলম।

এ প্রসঙ্গে মো. নুরুল আলম  বলেন, ২০০৫ সালের পর আমিই প্রথম বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এসপি হয়েছি। ২০০৫ সালের আগে অনেকে পদোন্নতি পেয়ে এসপি হয়েছিলেন।

মো. নুরুল ইসলাম বর্তমানে ঢাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মো. নুরুল আলম ১৯৮৪ সালে এসআই (সাব-ইন্সপেক্টর) হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি ২০০৮ সালে এএসপি পদে পদোন্নতি পেয়েছিলেন। পরে এডিশনাল এসপি পদে পদোন্নতি পান ২০১৬ সালে। এরপরই তার পদোন্নতির চাকা থমকে দাঁড়ায়। রোববার (২ মে) ঘোষিত পদোন্নতিপ্রাপ্তদের তালিকার ১ নম্বরেই ঠাঁই হয়েছে তার।

জানা গেছে, তার সঙ্গে যোগ দেওয়া অফিসারদের মধ্যে তিনিই শুধু কর্মরত আছেন। বাকিরা সবাই অবসরে চলে গেছেন।

প্রসঙ্গত, পুলিশ বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত সর্বশেষ এসপি দেখে ২০০৫ সালে।