সিবিএন ডেস্ক:
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৭ মে থেকে শর্তসাপেক্ষে সৌদি নাগরিকেরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন। ছবি : সংগৃহীত
এক বছরের বেশি সময় পর শর্তসাপেক্ষে সৌদি নাগরিকদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সৌদি সরকার। ১৭ মে থেকে কেবল কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন নাগরিকেরা ভূমি সীমান্ত, নৌপথ ও আকাশপথ ব্যবহার করে দেশের বাইরে যেতে পারবেন। আরব নিউজ এই তথ্য জানিয়েছে।

গতকাল রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন ধরনের লোকজনকে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ধরা হবে। যারা কোভিড-১৯ টিকার দুই ডোজ নিয়েছে, যারা অন্তত ১৪ দিন আগে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে এবং যারা গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া টিকা কার্যক্রমের আওতার বাইরে থাকা ১৮ বছরের কম বয়সী সৌদিরাও বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত বিমা পলিসি থাকতে হবে বলে জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

গত বছর মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরুর পরপরই নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। তিন কোটি ৪২ লাখ জনগোষ্ঠীর দেশটিতে ৯ লাখের বেশি মানুষকে কোভিড-১৯-এর টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশটিতে চার লাখ ১৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় সাত হাজার মানুষের।

পবিত্র রমজানকে সামনে রেখে গত মাসে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের জন্য স্বাস্থ্যবিধি মেনে উমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব।