মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরী’র ৭৭তম শুভ জন্মদিন আজ রোববার ২ মে। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত, তিন বারের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক, এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক, কক্সবাজার জেলা পরিষদের প্রথমে প্রশাসক ও পরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এখনো সফলতার সাথে দায়িত্বপালন করছেন। মোস্তাক আহমেদ চৌধুরী’র পিতা মমতাজ আহমেদ চৌধুরী ও পিতামহ মোজাফফর আহমেদ চৌধুরী ব্রিটিশ সরকার থেকে মর্যাদাপূর্ণ খেতাব ‘খান বাহাদুর’ উপাধি লাভ করেছিলেন। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ তাঁর সহধর্মিনী। কানিজ ফাতেমা আহামেদ কক্সবাজার জেলা জাতীয় মহিলা সংস্থার এক যুগেরও বেশি সময় ধরে সফল চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামীলীগের সফল সভানেত্রী। চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার বিখ্যাত জেমস ফিনলে কোম্পানির সাবেক উর্ধ্বতন কর্মকর্তা ৯৬ বছর বয়সী কামাল উদ্দিন আহামদ খাঁন ও ৮৩ বছর বয়সী জাকিয়া বেগমের এর কন্যা কানিজ ফাতেমা’র সাথে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের বিখ্যাত জমিদার পরিবার খাঁন বাহাদুর মমতাজ আহামদ চৌধুরীর সন্তান মোস্তাক আহামেদ চৌধুরী’র সাথে ১৯৭৫ সালের ৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্ষীয়ান রাজনীতিবিদ মোস্তাক আহামদ চৌধুরী ও কানিজ ফাতেমা আহামেদ দম্পতি ডাঃ তাজিন আহামেদ ও রাকিব আহামেদ নামক দু’সন্তানের গর্বিত জনক ও জননী। তাজিন আহামেদ কানাডায় ক্লিনিক্যাল মেডিসিন কর্মরত একজন চিকিৎসক ও রাকিব আহামেদ ফিজিওথেরাপি বিষয়ে আমেরিকাতে উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন। কানিজ ফাতেমা আহমেদ চৌধুরী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী মোস্তাক আহামেদ চৌধুরী একজন স্বজ্জ্বন, অমায়িক, সদালাপী, পরোপকারী, পরিচ্ছন্ন ও শান্ত স্বভাবের রাজনীতিবিদ হিসাবে কক্সবাজারে সবার কাছে সুপরিচিত। মোস্তাক আহামেদ চৌধুরী চলমান করোনা ভাইরাস সংকটের কারণে এবছর তাঁর জন্মদিনে কোন আনুষ্ঠানিকতা করছেন না। দুঃস্থ, দরিদ্র, অসহায়, পীড়িতদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে মোস্তাক আহমেদ চৌধুরী তাঁর জন্মদিন পালন করছেন বলে জানান তিনি। সিবিএন-এর কাছে তাঁর ৭৭ তম জম্মদিনের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে যেকোন দায়িত্বপালনে আল্লাহতায়লার অসীম রহমত কামনা, শারীরিক সুস্থতার জন্য সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।