এম.এ আজিজ রাসেল :
পথে পথে হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। শহরব্যাপী এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।

শনিবার পহেলা মে বিকালে শহরের পাহাড়তলী, লাইট হাউজ, সৈকত পাড়া, হলিডের মোড় ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ১ হাজার হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন সূত্র ধরের নেতৃত্বে এই ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী ও কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ও দেবাংশু বিশ্বাস।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন সূত্র ধর বলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশনায় করোনাকালে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিদিন হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এই পর্যন্ত সাড়ে ৬ হাজার হতদরিদ্র ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে।