সিবিএন ডেস্ক:
ভারতে বিপর্যয়কারী নুতন সংক্রমণের পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র সরকার আগামী মঙ্গলবার (০৪ মে) থেকে নুতন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ অনুযায়ী বাইডেন প্রশাসন এই জরুরি ঘোষণার কথা জানিয়েছেন।

গতকাল হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, ভারতে বর্তমানে নানা ধরণের মারণাত্মক ভাইরাস ও সংক্রমণ বহু মাত্রায় বৃদ্ধি ও অসংখ্য মানুষের মৃত্যুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশাসন এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে।

রয়টার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ভারতে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন নাI

ভারতের মারণাত্মক সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৃটেন, জার্মানি ও সিঙ্গাপুরও ভারতীয় নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করছে।